বিডিস্টলে বিক্রি করুন
প্রথমে আপনার পার্সোনাল স্টল তৈরি করুন তারপর পণ্য বিক্রি শুরু করুন। পরবর্তীতে পার্সোনাল স্টলটিকে বিজনেস বা কমিশন স্টলে রূপান্তরিত করতে পারবেন।
অনলাইনে স্টল তৈরি করুন
বিডিস্টলে কি কি বিক্রি করতে পারবেন
বিডিস্টলের মাধ্যমে আপনি বাংলাদেশ সরকার কর্তৃক বৈধ অনুমোদিত সকল পন্যই বিক্রি করতে পারবেন।
কোন স্টলের কেমন সুবিধা
পারসোনাল স্টল
পারসোনাল স্টলে শুধুমাত্র নিজের ব্যবহৃত গাড়ি এবং ফ্ল্যাট ফ্রিতে পোস্ট করতে পারবেন।
বিজনেস স্টল
মাসিক একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে যত খুশি বিক্রি করুন। গ্রাহক বৃদ্ধির পাশাপাশি আপনি সরাসরি গ্রাহকের সাথে যোগাযোগ করতে পারবেন।
কমিশন স্টল
শুধু বিক্রি হলেই নির্দিষ্ট পরিমান কমিশন প্রদান করতে হবে। বিক্রেতা হিসাবে আপনি গ্রাহকদের কাছে পণ্য সরবরাহ এবং পেমেন্ট সংগ্রহ করবেন।
বিক্রেতা হিসাবে লাভ কেমন হবে
বিডিস্টলের লক্ষ্য হলো ক্রেতাদের উন্নত সেবা প্রদান করা যাতে তারা সস্তায় পণ্য কিনতে পারেন। তাই বিডিস্টল বিক্রেতাদের কাছ থেকে বাংলাদেশের সবচেয়ে কম সার্ভিস চার্জ গ্রহণ করে। এই সার্ভিস চার্জ এর ভিতর সব ধরনের সুবিধা দিয়ে থাকে। তাই প্রোডাক্ট প্রোমোশনের জন্য আলাদা কোন টাকা খরচ করতে হয় না। আপনি যদি বিডিস্টলের সাথে একমত হন তবে আপনার বিক্রয় বৃদ্ধি পাবে। তবে, সামগ্রিকভাবে আপনি শেষ পর্যন্ত লাভবান হবেন ইনশাআল্লাহ। অনেক বিক্রেতা বিডিস্টলের সাথে ১০ বছর এর অধিক পর্যন্ত তাদের পন্যগুলো বিক্রি করে যাচ্ছেন। বিডিস্টলে অধিকাংশই প্রকৃত ক্রেতা তাই বিক্রির হার বেশি।
কোনো ফ্রি-সার্ভিস অথবা ট্রায়াল পিরিয়ড আছে কি
বিডিস্টল বিক্রেতাদের বিভিন্ন ছাড় ও সুবিধা দিয়ে থাকে। বিডিস্টলে প্রথম স্টল ওপেন করলে বিক্রেতা যদি ২ মাসের টাকা পেমেন্ট করে তাহলে ১ মাস ফ্রি দিয়ে থাকে। এছাড়া ৬ মাস ও ১২ মাসের প্যাকেজে মোট টাকার উপর যথাক্রমে ১০% ও ২০% ছাড় দিয়ে থাকে। এছাড়া ঢাকা সিটির বাইরের স্টলের জন্য উপরোক্ত সুবিধা ছাড়াও অতিরিক্ত ৫০% ছাড় আছে।
Copyright SOHEL RANA 2025